অবশেষে তৃণমূলে বিজেপি সরকারের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতের বিজেপি সরকারের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবারের দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বাংলার শাসক দলের পতাকা হাতে তুলে নেন।

ইতোপূর্বে রাজনীতির কক্ষপথ ছেড়ে সমাজসেবায় মনোযোগী হওয়ার কথা বলেছিলেন বাবুল। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির চৌহদ্দিতেই থাকলেন সম্প্রতি মন্ত্রিত্ব খোয়ানো এই রাজনীতিক।

বাবুল সুপ্রিয় বলেন, ‘রাজনীতি ছাড়বো হৃদয় থেকেই বলেছিলাম। আমি বাঙালি হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কথাটা আমার মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন চার দিনে ঘটেছে। রাজনীতির ছাড়া ভুল ছিল। সবাই আমাকে এমনটাই বলেছে। তখনই সিদ্ধান্ত বদল করি।

বিজেপি সরকারের সাবেক এই মন্ত্রী জানান, সোমবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। তার ভাষায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বাবুলকে লাগে না তবে দল বললে যাবো।’

উল্লেখ্য, ৩১ জুলাই বাবুল সুপ্রিয় ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, আলবিদা। তিনি স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছিলেন রাজনীতির কক্ষ থেকে বিদায় নিতে চলেছেন। বিজেপি তাকে ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে ডাকলেও বাবুল তাতে উৎসাহ দেখাননি।

শুক্রবার সাবেক মন্ত্রী বাবুলের নিরাপত্তা কমিয়ে আনে মোদি সরকার। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। সূত্র: নিউজ ১৮।