ইস্যু আফগানিস্তান: ৩ দিনের ভারত সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের ভারত সফরে রয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য তিনি শনিবার দিল্লি পৌঁছান। সফরে আফগানিস্তান ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এনডিটিভি’র খবরে বলা হয়েছে, রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আল সৌদের বৈঠক করার কথা। সোমবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র অরিন্দম বাগচি টুইটারে জানিয়েছেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ দিল্লি পৌঁছেছেন।

ভারত থেকে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর ভারত যখন গুরুত্বপূর্ণ সব শক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, তখন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এলেন। এই সফরের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, জয়শংকর ও আল সৌদের আলোচনায় গুরুত্ব পাবে আফগানিস্তান ইস্যু।