লিবিয়ায় নারী-শিশুসহ ৪ হাজার অভিবাসী আটক

লিবিয়ার পশ্চিমাঞ্চলের গ্যারগ্যারেস শহরে অভিযান চালিয়ে নারী-শিশুসহ চার হাজার অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। যা লিবিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

স্থানীয় সময় শুক্রবার মাদকবিরোধী ও অবৈধ অভিবাসীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। লিবীয় কর্তৃপক্ষ বলছে, অনিবন্ধিত অভিবাসী এবং মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে কতজন পাচারকারী ও চোরাকারবারী আটক হয়েছে তা নিশ্চিত করেনি প্রশাসন। শুক্রবার দেশটির সরকার ৫০০ অভিবাসীকে আটকের দাবি করলেও শনিবার এই সংখ্যা চার হাজারে পৌঁছায়।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, অভিবাসীদের বিরুদ্ধে লিবিয়া সরকারের এমন অভিযানে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হন। যদি এ বিষয়ে মুখ খুলেনি দেশটির প্রশাসন। আটককৃতদের বিভিন্ন কারাগারে পাঠানো হয়েছে।

অভিবাসীদের হয়রানি ও কারাগারে পাঠানোর অভিযোগ রয়েছে দেশটির সরকারের বিরুদ্ধে। ইউরোপে প্রবেশের জন্য আফ্রিকাসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের অভিবাসন প্রত্যাশীরা লিবিয়াকে বেছে নেয়। বিশেষ করে মানবপাচারকারীরা লিবিয়াকে রুট হিসেবে ব্যবহার করে থাকে।