ভারতের মন্ত্রী পুত্রকে গ্রেফতারে আল্টিমেটাম

গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিষ মিশ্রকে গ্রেফতার করতে এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ তিকায়িত মঙ্গলবার উত্তর প্রদেশ সরকারকে এই সময় বেধে দেন।

বাহরাইচে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রাকেশ তিকায়িত বলেন, ‘আমরা মন্ত্রী পুত্রকে গ্রেফতার করতে সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছি। আমরা এখানে ভোগের (মৃত্যুর ১৩ দিন পালিত প্রথা) দিন আবারও জড়ো হবো আর তখনই আলোচনা করে ভবিষ্যতের কৌশল নির্ধারণ করবো।’

গত রবিবার দুই মন্ত্রীর সফর ঠেকাতে উত্তর প্রদেশের লাখিমপুর খিরিতে জড়ো হওয়া কৃষকদের ওপর একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় চার কৃষকসহ আট জন নিহত হয়। কৃষকদের অভিযোগ চাপা দেওয়া গাড়িটিতে ছিলেন মন্ত্রী পুত্র আশিষ মিশ্র।

লাখিমপুর খিরির সহিংসতায় নিহত কৃষক গুরবিন্দর সিংয়ের বাড়ি পরিদর্শন করেন কৃষক নেতা রাকেশ তিকায়িত। ঘটনাস্থলে অনেকেই মন্ত্রীর ছেলেকে দেখেছে বলে দাবি করেন তিনি। রাকেশ বলেন, মানুষের কাছে আরও ভিডিও আছে, ইন্টারনেট কানেকশন পুনস্থাপিত হলে সেসব ভিডিও সামনে আসবে।

রাকেশ তিকায়িত বলেন, ‘জেলা প্রশাসক বলেছেন এক সপ্তাহের মধ্যে মন্ত্রী পুত্রকে গ্রেফতার করা হবে। এটা যদি না হয় তাহলে আমরা চার কৃষকের ভোগের দিনে এক জায়গায় জড়ো হবো, আট-দশ দিনের মধ্যেই এটা হবে। তখন আমরা আলোচনা করবো আর পরবর্তী কৌশলের বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

রাকেশ তিকায়িত বলেন, স্থানীয় বাসিন্দারা তাকে বলেছেন যে মন্ত্রী এবং তার ছেলে অপরাধী। তিনি বলেন, তারা ডিজেল চুরিতে জড়িত। নেপালে তাদের তিনটি পেট্রল পাম্প আছে, সেখানে ডিজেলের দাম ১৫-২০ রুপি কম।

এদিকে, ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র স্বীকার করেছেন ওই গাড়িটির মালিক তারাই। তবে ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন না তিনি বা তার ছেলে।