৬০ হাজার ডলারে এক বোতল পানি কেনেন নীতা আম্বানি!

এক বোতল পানির দামই বা সর্বোচ্চ কত হতে পারে। বিশ্বের ধনীদের মধ্যে একজন মুকেশ আম্বানি। তার স্ত্রী নীতা আম্বানি যে পানি পান করেন তার দাম শুনলে চোখ কপালে উঠে যাওয়ার মতো।

শোনা যায়, তার ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৪ লাখ টাকারও বেশি। তাহলে এবার হিসাব করে নিন, নীতার এক ঢোক জলের দাম কত পড়ে!

কিন্তু পানির কেন এত দাম, এবার সেই বিষয়টাও একটু জেনে নেওয়া যাক। নিজেকে ফিট রাখতে যে পানি খান নীতা, তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। 

বোতলে করে ওই পানি আসে ফ্রান্স ও ফিজি থেকে। এই পানিতে নাকি ৫ গ্রাম স্বর্ণ মেশানো থাকে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। সে জন্যই এই পানির দাম লাখ লাখ টাকা।

সূত্র: আনন্দবাজার