আবারও করোনার সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে

দুর্গাপূজা উৎসব শেষে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নতুন করে সাড়ে সাতশ’ মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। প্রতিদিনই আক্রান্তের হার বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া ভবানীপুর উপ-নির্বাচন ও দুর্গাপূজা উৎসবের পর থেকেই কোভিডের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর কারণ হিসেবে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দৈনিক আক্রান্তের হার সবচেয়ে বেশি কলকাতায়। এখানে ২৪ ঘণ্টায় ২৫০ জন করোনায় শনাক্ত হন।

এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মানস গুমতা। তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকেই দায়িত্ব নিতে হবে। করোনার মধ্যেই সরকার কীভাবে এত জন সমাবেশের অনুমতি দিয়েছিল? দুর্গাপূজার সময় ভিড় না করতে কোনও ধরনের নির্দেশ দেয়নি রাজ্য সরকার।

এদিকে করোনা প্রতিরোধে ভারতজুড়ে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতেই সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে। করোনা নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত নতুন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতাকে।