‘বাংলাদেশ থেকে আরও পদ্মার ইলিশ যাবে ভারতে’

পশ্চিমবঙ্গে আরও পদ্মার ইলিশ যাবে। কলকাতা সফরে গিয়ে এমনটাই জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে পশ্চিমবঙ্গের বিধানসভায় যান তিনি। সেখানেই পদ্মার ইলিশ নিয়ে হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির সময় আমরা বাড়িয়েছি। কারণ ইলিশ রফতানির সময় শেষ হয়ে যাচ্ছিল। এজন্য আরও ১০ দিন বাড়িয়েছি’।

তিনি আরও বলেন, ‘এখনও বাংলাদেশ থেকে প্রচুর পদ্মার ইলিশ আসবে’। তবে মন্ত্রী দাবি করেন, কলকাতার এক রেস্তোরাঁয় তিনি যে ইলিশ খেয়েছেন তা পদ্মার মাছের চেয়ে কোনও অংশে কম নয়।

বিধানসভায় আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করতেই এখানে আসা। বিমানবাবুর সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। এখানে এসে সংসদীয় আইন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে’।

পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন কক্ষও ঘুরে দেখেন হাসান মাহমুদ। স্পিকারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা দু’টি বই উপহার দেন মন্ত্রী। স্পিকারও বিধানসভার একটি স্মারক উপহার দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।

সূত্র: আনন্দবাজার