ভোট পেতে ধর্মও বদলাতে পারেন অখিলেশ যাদব: উত্তর প্রদেশের মন্ত্রী

ভারতের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর সহায়তা পেয়ে থাকতে পারেন বলে অভিযোগ তুলেছেন উত্তর প্রদেশের মন্ত্রী আনন্দ স্বরুপ শুকলা। মন্ত্রী আরও অভিযোগ করেন মুসলিম ভোটারদের তুষ্ট করতে তিনি ধর্মও বদলে ফেলতে পারেন।

মঙ্গলবার মন্ত্রী আনন্দ স্বরুপ শুকলা অভিযোগ করেন অখিলেশ প্রতিবেশি দেশের আইএসআই এর আর্থিক সহায়তাও পেয়ে থাকতে পারেন। বিজেপি নেতা শুকলা বলেন, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলিম দুনিয়ার চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব তাদের কাছ থেকে সব সহায়তা পাচ্ছেন। অখিলেশ আইএসআই এর পৃষ্ঠপোষকতা এবং পরামর্শ পাচ্ছেন। এটাও সম্ভব যে তিনি হয়তো তাদের আর্থিক সহায়তা পাচ্ছেন।’

গত রবিবার হারদোইয়ে এক বক্তব্যে অখিলেশ যাদব বলেন, মহাত্মা গান্ধী, সরদার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহ একই মাটিতে শ্বাস নিয়ে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন।

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পাকিস্তানের আদেশে এসব বলেছেন অভিযোগ করে বিজেপি নেতা আনন্দ স্বরুপ শুকলা বলেন, ‘মুসলিমদের তুষ্ট করতে যাদব নামাজ পড়েছেন এবং রোজা রেখেছেন। তাদের ভোট পেতে তিনি ধর্মান্তরিত হতে পারেন এমনকি খৎনাও করাতে পারেন।’

নিজের বক্তব্যে অখিলেশ যাদব ভারতের লৌহ মানব বল্লভভাই প্যাটেলের প্রশংসা করেন। তবে মোহাম্মদ আলি জিন্নাহসহ অন্য তিন নেতার সঙ্গে তার তুলনা করলে অনেকেরই কপাল কুঁচকে যায়। এর প্রতিক্রিয়ায় আনন্দ স্বরুপ শুকলা বলেন, ‘আইএসআই এর নির্দেশনায় যাদব জিন্নাহকে মহান করেছেন। পাকিস্তান ও তালেবান যা চায় তিনি সেই ধরনের মন্তব্য করছেন।’