পদোন্নতি পেলেন ভারতীয় বিমান বাহিনীর সেই পাইলট

পাকিস্তানি বিমান ভূপাতিত করে আটক হয়ে ফিরে আসা ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান পদোন্নতি পেয়েছেন। উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন হয়েছেন তিনি। বুধবার তার পদোন্নতি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, অভিনন্দন বর্তমানের র‌্যাংক অনুমোদন পেয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নতুন দায়িত্ব বুঝে নেবেন তিনি। প্রক্রিয়ার ব্যাখ্যায় কর্মকর্তারা জানিয়েছেন, কোনও কর্মকর্তা নতুন র‌্যাংক পেলে পদ খালি হলে নতুন ব্যাজ পরতে পারেন তিনি।

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার জেরে ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে ভারত। এর একদিন পর ২৭ ফেব্রুয়ারি ভারতে বিমান হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান।

পাকিস্তানি বিমান হামলার চেষ্টাটি নিজের বিমান নিয়ে আকাশেই প্রতিহত করেন অভিনন্দন বর্তমান। দুটি বিমানই ভূপাতিত হয়ে গেলে পাকিস্তানের সীমানায় অবতরণে বাধ্য হন বর্তমান। তাকে আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। উত্তেজনা নিরসনের অংশ হিসেবে ১ মার্চ বর্তমানকে ভারতের হাতে ফিরিয়ে দেয় পাকিস্তান।

পরে ওই বছরের তাকে ‘বীর চক্র’ উপাধি দেয় ভারত।