মোদির সফর, ৮০০ কেজি ফুলে সাজানো হলো মন্দির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে উত্তরাখন্ডের কেদারনাথ মন্দির সুসজ্জিত করা হয়েছে ৮০০ কেজি ফুল দিয়ে। যা দেখতে মন্দিরের আশপাশে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। বুধবার (৩ নভেম্বর) দীপাবলির আগের দিন সাজানো হয়েছে মন্দিরটি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্যমতে, ৫ নভেম্বর কেদারনাথ মন্দির সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি একটি মূর্তি উন্মোচন করবেন। পাশাপাশি আদি শঙ্করাচার্যের সমাধিরও উদ্বোধন করবেন। যা ২০১৩ সালের উত্তরাখন্ড বন্যায় ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে সেটিকে পুননির্মাণ করা হয়।

মোদি উত্তরাখন্ড সফরকালে ১৩০ কোটি রুপি বাজেটের কয়েকটি মূল অবকাঠামো প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে। এদিন সফর উপলক্ষে জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে। মোদির আসার আগে এখানকার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

২০১৩ সালে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। পরবর্তীতে ২০১৪ সালে আবারও গড়ে তোলার উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার।