‘ভারত স্বাধীন হলেও ত্রিপুরা এখনও পরাধীন’

ভারত স্বাধীন হলেও বিজেপি-র শাসনে ত্রিপুরা এখনও পরাধীন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলায় পৌর নির্বাচন। এর আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। সোমবার ত্রিপুরায় গিয়ে বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন, ‘বিজেপি যতই বলপ্রয়োগ করুক তৃণমূলের কাছে তারা হারবেই।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতবর্ষে হয়তো ১৯৪৭ সালে স্বাধীনতা এসেছে, কিন্তু ত্রিপুরায় স্বাধীনতা আসেনি। ত্রিপুরার মানুষ কোন রাস্তা দিয়ে হাঁটবে, কাকে ভোট দেবে, কী পরবে, কার সঙ্গে কথা বলবে, কোন রাজনৈতিক দলের পথসভায় যাবে, কোন রাজনৈতিক দলের পথসভায় যাবে না, কাকে ফোন করবে, কী পছন্দ, কী অপছন্দ তা প্রকাশ করার মতো স্বাধীনতা নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক!’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে একবুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে। আপনি যে সময়ে মানুষের ওপর অত্যাচার করছেন, বিরোধীদের ওপর অত্যাচার করছেন, হেলমেট বাহিনী, বাইক বাহনীদের পাঠিয়ে তাণ্ডব করছেন পাড়ায় পাড়ায়, এই সময়টুকু যদি উন্নয়নমূলক কর্মসূচিতে দিতেন, তাহলে আজকে ত্রিপুরার এই অবনতি বা পরিণতি হতো না।’

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসপাতালে রোগী নিরাপদ নয়, চিকিৎসক নিরাপদ নয়, কোর্টে আইনজীবী নিরাপদ নয়, পাড়ায় পাড়ায় মানুষ নিরাপদ নয়, থানায় পুলিশ নিরাপদ নয়। বিরোধীদের কথা তো ছেড়েই দিন। রোজ ১০টা করে গাড়ি ভাঙছে। কখনও এর মাথা ফাটানো, এর পায়ে মারা, ওর কোমর ভাঙা এই হচ্ছে ত্রিপুরা মডেল!’

তিনি বলেন, ‘বিজেপির নেতারা জায়গায় জায়গায় গিয়ে ভারত মাতা কি জয় বলে গলা ফাটাচ্ছেন। আরে গণতন্ত্র তো হলো মা। অথচ সেই গণতন্ত্রকে তারা ধর্ষণ করছে। হরণ করে প্রতিনিয়ত নিলাম করছে।’

আগামী বৃহস্পতিবার তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেখানকার মানুষের কাছে আবেদন জানিয়েছেন অভিষেক। ভোটের দিন মানুষ যাতে কোনওভাবেই আক্রান্ত না হয়, তার জন্য অভিষেকের পরামর্শ, ‘আপনারা অবশ্যই ভোট দেবেন। রাস্তায় বেরুলে যদি বিজেপির গুন্ডারা তাড়া করে, তাহলে বিজেপির পতাকা নিয়ে বেরুবেন। মোদির ছবি নিয়ে বেরুবেন। দরকার হলে বিজেপি জিন্দাবাদ বলবেন। আর বুথে গিয়ে তৃণমূলকে ভোট দেবেন। এতো দিন বিপ্লব দেবের বিজেপি সরকার আপনাদের ঠকিয়েছে তাই এবার আপনাদের পালা।’

তার অভিযোগ, ত্রিপুরায় একের পর এক তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার পরও কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১০০ টিরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। কিন্তু কোনও ক্ষেত্রে কোনও রকমের ব্যবস্থা নেয়নি পুলিশ।’

তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, সায়নী ঘোষ ত্রিপুরার রাস্তায় ‘খেলা হবে’ বলেছিলেন। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে গিয়েও নরেন্দ্র মোদি এবং অমিত শাহ বহুবার বলেছিলেন ‘খেলা হবে’। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন? সূত্র: হিন্দুস্তান টাইমস, পার্স টুডে।