আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হলো ভারতের বিতর্কিত কৃষি আইন

বিতর্কিত নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করে গেজেট নোটিফিকেশন জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার(১ ডিসেম্বর) কৃষি আইন প্রত্যাহার আইন, ২০২১ নামের আইনটি কার্যকর করে এই নোটিফিকেশন জারি হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হলো বিতর্কিত আইন তিনটি।

গত সোমবার পার্লামেন্টে পাস হয় বিলটি। পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় দ্রুততার সঙ্গে বিলটি পাস হয়ে যায়।

প্রত্যাহার বিলটি পার্লামেন্টের দুই কক্ষেই তোলার কয়েক মিনিটের মধ্যে কণ্ঠ ভোটে পাস হয়ে যায়। তবে বিরোধী সদস্যরা কৃষক ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে যেতে থাকে। বিরোধীরা ফসলের সর্বনিম্ন সহায়তা মূল্য (এমএসপি) এবং আইনটির বিরুদ্ধে বছর জুড়ে চলা আন্দোলনে নিহত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।

পার্লামেন্টের দুই কক্ষেই বিলটি তোলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং ঠোমার। সেই সময় তিনি জানান, পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিলটি তোলার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছিলেন তা বাস্তবায়ন করেছে সরকার।

শিখ ধর্মাবলম্বীদের উৎসব গুরু পর্বে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। বিক্ষোভকারীদের বাড়ি ফেরার আহ্বান জানিয়ে ওই সময় তিনি বলেন, ‘চলুন নতুন করে শুরু করি।’