ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দুই দিনের সফরে ৫ ডিসেম্বর রবিবার দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে তার। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

৬ ডিসেম্বর ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরের কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের। তার সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নেবেন ল্যাভরভ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৫-৬ ডিসেম্বর ভারত সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সফরকারলে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, এরইমধ্যে দুই দেশের মধ্যকার ‘টু প্লাস টু’ ফরম্যাট সংলাপের এজেন্ডা নির্ধারিত হয়েছে। এই সংলাপে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট রাজনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হবে।

সংলাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।