আরব বিশ্বে শীর্ষ খাদ্য রফতানিকারক এখন ভারত

আরব লীগের সদস্য দেশগুলোতে খাদ্য রফতানিতে ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত।  গত ১৫ বছরের মধ্যে এই প্রথম আরব দেশগুলোতে শীর্ষ খাদ্য সরবরাহকারী হিসেবে উঠে এসেছে। আরব-ব্রাজিল চেম্বার অব কমার্সের তথ্য পর্যালোচনা করে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রাজিলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার আরব বিশ্ব। কিন্তু দীর্ঘ দূরত্বের কারণে করোনাভাইরাস মহামারি এই বাণিজ্যে প্রভাব ফেলেছে।

গত বছর ২২ সদস্যের আরব লীগের আমদানিকৃত কৃষিপণ্যের ৮.১৫ শতাংশ এসেছে ব্রাজিল থেকে। একই সময়ে ভারতের রফতানির পরিমাণ ছিল ৮.২৫ শতাংশ। এতে করে ব্রাজিলের ১৫ বছরের শীর্ষস্থান হারায়।

পরিসংখ্যান অনুসারে, প্রতিযোগিতায় থাকলেও ভারত, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফ্রান্স ও আর্জেন্টিনার কাছে পিছিয়ে পড়ছে ব্রাজিল। বিশেষ প্রচলিত পণ্য পরিবহন রুটে জটিলতার কারণে।

ব্রাজিল থেকে আসা পণ্যের চালান সৌদি আরব পৌঁছাতে একসময় লাগত ৩০ দিন। এখন লাগে ৬০ দিন। ভারতের ভৌগলিক অবস্থানের কারণে ফল, সবজি, চিনি, শস্য ও মাংস রফতানিতে সুবিধা পেয়েছে। এক সপ্তাহে ভারত থেকে এসব দেশে পণ্যের চালান পৌঁছাতে পারছে।