মারা গেলেন ভারতের হেলিকপ্টার দুর্ঘটনায় আহত বরুণ সিং

গত ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনার পর উদ্ধার হওয়া গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং মারা গেছেন। ওই দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াতসহ ‌১৩ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া বরুণ সিং বুধবার (১৫ ডিসেম্বর) মারা যান।

হেলিকপ্টার দুর্ঘটনায় মারাত্মক দগ্ধর বরুণ সিংকে তামিল নাড়ুর কনোরের ওয়েলিংডন থেকে বেঙ্গালুরু সামরিক হাসপাতালে নেওয়া হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) বুধবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

হেলিকপ্টার দুর্ঘটনার পর একমাত্র বেঁচে ছিলেন বরুণ সিং। সূর্য চক্র পুরস্কারপ্রাপ্ত এই কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বরুণ সিংয়ের গ্রামের বাড়ি উত্তর প্রদেশের পূ্র্বাঞ্চলীয় গ্রাম দেওড়িয়ায়। তার বাবা কে পি সিং সেনাবাহিনী থেকে কর্নেল হিসেবে অবসরে যান। রাজ্যটির কংগ্রেস নেতা অখিলেশ প্রতাপ সিং তার চাচা।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের পরই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। ওয়েলিংডন থেকে তিনি জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে সুলুর যান।