কলকাতায় বড় জয়ের পথে তৃণমূল কংগ্রেস

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) নির্বাচনের ভোট গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে গণনা।

সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে কেএমসি’র ১৪৪টি আসনের মধ্যে ইতোমধ্যে ১৭টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়া দলটি এগিয়ে আছে আরও ১১৬টি আসনে। গত রবিবার এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দলীয় প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় লিখেছেন, ‘স্মরণ রাখবেন চূড়ান্ত অধ্যবসায় এবং কৃতজ্ঞতাবোধ দিয়ে মানুষের সেবা করতে হবে।’

রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। কলকাতা কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দি বিজেপি (পাঁচটি) ও বাম ফ্রন্টের (দুইটি) চেয়ে অনেক এগিয়ে আছে তারা। আর কংগ্রেস এগিয়ে আছে মাত্র দুইটি ওয়ার্ডে।

২০১৫ সালে কলকাতা কর্পোরেশনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস। ওই বছর ১১৪টি আসন পায় তারা। এবার সেই ফলকেও ছাড়িয়ে যাবে তৃণমূল। বাম ফ্রন্ট আগের নির্বাচনে ১৫টি আসনে জয় পেলেও এবার তাদের আসন অনেক কমবে।

রাজ্য নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট গড়ে নির্বাচন করলেও কলকাতা কর্পোরেশনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেয়।

কোনও দলই মেয়র পদের জন্য কাউকে মনোনীত করেনি। এইবার প্রার্থী হওয়া প্রখ্যাতদের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কাজরি বন্দ্যোপাধ্যায়। ভবানিপুর ৭৩ নম্বর ওয়ার্ডে তিনি এগিয়ে আছেন প্রায় তিন হাজার ভোটে।