বিজেপির চেয়ে বেশি সাম্প্রদায়িক তৃণমূল: দল ছাড়লেন গোয়ার সাবেক বিধায়ক

মাত্র তিন মাস আগে যোগদান করা গোয়া রাজ্যের সাবেক বিধায়ক লাভু মামলাতদার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনে দলত্যাগ করার ঘোষণা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলে বলেছেন, তৃণমূল একটা সাম্প্রদায়িক দল। বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় হিন্দু ও খ্রিস্টানদের মধ্যে বিভাজনের রাজনীতি করে ঐক্যে ফাটল ধরাতে চাইছে।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা লুইজিনহো ফেলারিও। তার সঙ্গে ছিলেন, গোয়ার আরও কিছু কংগ্রেস নেতা। ওই দলেই ছিলেন লাভুও। প্রথমে নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করে দলে যোগ দেন তারা।  

শুক্রবার তৃণমূল থেকে পদত্যাগ করেছেন লাভু। তিনি সাংবাদিকদের বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি পশ্চিমবাংলায় যে কাজ করেছেন তাতে আমি তাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু গত ১৫-২০দিন ধরে আমার মনে হচ্ছে, এই দলটা ভয়ংকর সাম্প্রদায়িক। বিজেপির থেকেও মারাত্মক।

আগামী বছরের শুরুতে গোয়ায় বিধানসভা ভোট। লাভু অভিযোগ করেছেন, ভোটের পরে নারীদের জন্য বিভিন্ন প্রকল্প করে দেওয়া হবে বলে এখন থেকে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে তৃণমূলের টিম।  

বিধানসভা ভোটে তৃণমূল জোট করেছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে। ২০১২-১৭ এই দলের বিধায়ক ছিলেন লাভু। লাভুর অভিযোগ, তৃণমূল পুরোপুরি বিভাজনের অঙ্ক কষে ভোট লড়তে চাইছে। তাদের পরিকল্পনা হলো, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি হিন্দুদের ভোট টানবে আর তৃণমূল খ্রিস্টান ভোট দখলে নেবে। এ এক ভয়ংকর খেলা। সূত্র: দ্য ওয়াল