‘কংগ্রেস সংস্কৃতি’ বললেন আসামের মুখ্যমন্ত্রী, জবাব দিলো পুরনো দলটি

ভারতের আসাম রাজ্যের বিজেপি কর্মী এবং দল সংশ্লিষ্টদের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এসব কর্মকর্তা রাখাকে তিনি ‘কংগ্রেস সংস্কৃতি’ আখ্যা দেন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস।

সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া আসামের মন্ত্রিসভার এক বৈঠকে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বিভিন্ন রাজনৈতিক নেতার পিএসও রাখার প্রয়োজনীয়তা পর্যালোচনা করবে। কমিটির সুপারিশ অনুযায়ী পিএসও নিয়োগ কিংবা প্রত্যাহার হবে।

আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ভুপেন কুমার বোড়া এবং দলটির রাজ্য সভার আইনপ্রণেতা রিপন বোরা মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে তার নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে ফেলার আহ্বান জানান। তারা বলেন, হিমন্ত বিশ্ব শর্মা যদি মনে করেন এটা ‘কংগ্রেস সংস্কৃতি’ তাহলে তার নিজেরই আগে তা প্রত্যাহার করা উচিত।

আসাম কংগ্রেস প্রধান ভুপেন বোরা বলেন, ‘আসাম পুলিশ যদি দাবি করে রাজ্য নিরাপদ এবং কোনও ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন নেই, তাহলে মুখ্যমন্ত্রীর রাজ্যের মধ্যে বিশাল নিরাপত্তা বহর নেওয়া উচিত হবে না। প্রথমে হিমন্ত শর্মাই পিএসও ছেড়ে দিক।’

গত শনিবার বিজেপি নেতা ও দল সংশ্লিষ্টদের পিএসও বাদ দেওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটা কংগ্রেস পার্টির সংস্কৃতি। তিনি বলেন, ‘পিএসও এর কোনও দরকার নেই। এটা কংগ্রেস পার্টির সংস্কৃতি। আমরা কোনও অন্যায় করিনি ফলে আমাদের জীবনের ওপর কোনও হুমকি নেই।’

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘গাড়ির দরজা খোলার জন্য আমাদের পিএসও দরকার নেই, আমাদের যথেষ্ট শক্তি আছে। আমি কংগ্রেস পার্টিতে ছিলাম। কংগ্রেস পার্টির মধ্যে এ ধরনের কিছু চর্চার তালিকা আমার কাছে আছে।’