উত্তর প্রদেশে দলবদলের হিড়িক, আরেক মন্ত্রীর পদত্যাগ

উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার টানা তৃতীয় ধাক্কা খেলো। বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে তৃতীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন সিনিয়র ওবিসি নেতা ধরম সিং সাইনি। আগে পদত্যাগ করা দুই মন্ত্রীর মতো তিনিও সরকারের বিরুদ্ধে দলিত ও ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিদের অবজ্ঞা করার অভিযোগ এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

ওবিসি সম্প্রদায়, কৃষক ও শিক্ষিত তরুণ প্রজন্মের সমর্থন পেয়ে ২০১৭ সালে উত্তর প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। গভর্নর আন্দন্দিবেন প্যাটেলের কাছে পদত্যাগপত্র জমা দেন সাইনি।

মন্ত্রিসভায় আয়ুশ, খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসনের দায়িত্বে ছিলেন সাইনি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তাকে ‘সামাজিক ন্যায়বিচারের যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন এবং তার দলে স্বাগত জানিয়েছেন। টুইটারে সাইনির সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

সাহারানপুর থেকে নির্বাচিত এমএলএ সাইনির আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্বামী প্রাসাদ মৌর্য, দারা সিং চৌহান। গত দুই দিনের মধ্যে এসব পদত্যাগের ঘটনা ঘটলো। মন্ত্রী ছাড়াও বিজেপি থেকে পদত্যাগ করেছেন ৬ জন বিধায়ক।