করোনার টিকা নিলে পৌরকরে ছাড়!

ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ (পজিটিভ রয়েছেন) করোনা রোগীর হিসাবে শীর্ষ দশ রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ টিকাকরণে রাজ্যটি এখনও বেশ পিছিয়ে, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের আগ্রহ তেমন নেই বললেই চলে। আর এ অবস্থা থেকে উত্তোরণে অভিনব এক কৌশল নিয়েছে কলকাতার একটি পৌরসভা।

দক্ষিণ দমদম নামে ওই পৌরসভা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, পরিবারের সব সদস্য করোনা টিকার দুটি করে ডোজ নেওয়া থাকলে পৌরকরে পাওয়া যাবে বিশেষ ছাড়! বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পৌরসভার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়েছে।

অবশ্য পৌরসভা কর্তৃপক্ষের দাবি, এতে কাজ হয়েছে। এরই মধ্যে করোনার টিকা দিতে নাগরিকদের ভিড় বেড়েছে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব পরিবারের সব সদস্যের করোনার দুটি করে টিকা নেওয়া হয়ে গেছে, তারা বকেয়া পৌর করে ২৫ শতাংশ করে ছাড় পাবেন। অবশ্য সেজন্য কর প্রদানের সময় পরিবারের প্রত্যেক সদস্যের টিকাকরণের প্রমাণপত্র দাখিল করতে হবে।