টাটার হাতেই ফিরলো এয়ার ইন্ডিয়া

দীর্ঘ ৭০ বছরের অপেক্ষা শেষে আবারও ভারতের সর্ববৃহৎ শিল্প সংস্থা টাটার হাতেই ফিরে এলো ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টাটাদের হাতে আসে এয়ার ইন্ডিয়া। এদিন সকালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তার কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে টাটাদের কাছেই আসে ভারতের সরকারি বিমান পরিবহন সংস্থাটি।

১৯৩২ সালে জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটার হাত ধরেই এয়ার ইন্ডিয়ার বিমান আকাশে ডানা মেলেছিল। সেই সময় সংস্থার নাম ছিল টাটা এয়ারলাইন্স। ১৯৪৬ সালে সংস্থার নাম পাল্টে হয় এয়ার ইন্ডিয়া। তবে ভারত স্বাধীন হওয়ার পর এয়ার ইন্ডিয়া নিয়ে অনেক সমীকরণ বদলেছে। ধীরে ধীরে এই বিমানসংস্থা সরকারের হাতেই চলে আসলে তা টিকল না। দীর্ঘ ৭০ বছরের অপেক্ষার পর আবার সেই টাটা গোষ্ঠীর হাতেই ফিরে এল ‘মহারাজা’।