পশ্চিমবঙ্গে খুলছে স্কুল ও কলেজ

করোনাভাইরাসের কারণে জারি করা বিধিনিষেধে একাধিক ছাড়ের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ তারিখ থেকে রাজ্যের স্কুল ও কলেজ খুলছে। পাশাপাশি আরও কিছু বিধিনিষেধে ছাড় দেওয়া হচ্ছে।

ঘোষণা অনুযায়ী রেস্তোরাঁ ও বার ইত্যাদির ক্ষেত্রে ৭৫ শতাংশ ক্রেতা নিয়ে চালু রাখা যাবে। খুলে দেওয়া হচ্ছে পার্কও। তবে কার্যকর থাকছে নৈশ কারফিউ।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন সিনেমা হলে দর্শক সংখ্যাও কিছুটা বাড়তে চলেছে। সিনেমা ও থিয়েটার হল চলবে ৭৫ শতাংশ দর্শক নিয়ে। এছাড়া সরকারি ও বেসরকারি অফিস চলবে ৭৫ শতাংশ কর্মী নিয়ে। খেলা ইত্যাদি অনুষ্ঠান চলতে পারবে ৭৫ শতাংশ দর্শক নিয়ে।

তিনি আরও জানান, তবে রাজনৈতিক প্রচার নির্দিষ্ট থাকবে কমিশনের ঘোষণা করা নির্বাচনি আচরণবিধি মেনেই, সেখানে রাজ্য সরকার কিছু বলবে না।

মুখ্যমন্ত্রী বলেন, পার্ক, বিনোদন পার্ক ও ট্যুরিস্ট স্পট খোলা থাকবে স্বাভাবিক নিয়মে। সুইমিং পুলসহ একাধিক ক্ষেত্রেও ৭৫ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ চালানো যাবে।