কেন্দ্রীয় বাজেট ‘বিগ জিরো’: মমতা

চমকের বাজেট! এই প্রথম ভারতের লোকসভায় পেপারলেস বাজেট পেশ হলো। কিন্তু সেই বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য। মঙ্গলবার বাজেট শেষে এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রায় ১ ঘণ্টা ৩১ মিনিটের মধ্যে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। তবে সেই বাজেট দিশাহীন বলে ব্যাখ্যা করেছে তৃণমূল।

করোনা আবহে দেশজুড়ে আর্থিক হাহাকার। মধ্যবিত্তদের আর্থিক অনটন অব্যাহত। তাই এমন পরিস্থিতিতে এই বাজেট আগামী দিনে সাধারণ মানুষকে কতটা দিশা দেখাতে পারবে। তা নিয়ে ইতোমধ্যে সংশয় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপরন্তু আয়করে ঊর্ধ্বসীমায় কোনও ছাড় ঘোষণা হয়নি। যার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন আমজনতা।

কর্পোরেট করে যদিও ছাড় ঘোষণা করা হয়েছে। কর্মসংস্থানে বড় ঘোষণাও করেছেন নির্মলা সীতারমণ। পাঁচ বছরে ৬০ হাজার চাকরির লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রীয় বাজেটে। তাই সোশাল মিডিয়ায় নিজের টুইটার হ্যান্ডেলে এই বাজেটকে ‘বিগ জিরো’ বলে ব্যাখ্যা করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এই বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য। কেন্দ্র সরকারের বড় বড় কথা পুরোপুরি সারমর্মহীন। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত সাধারণ মানুষ। তাই এই বাজেট শুধু পেগাসাস কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা মাত্র।’

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নযন, এই সুরে কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তার কথায়, কৃষক, মধ্যবিত্ত, দিনমজুর, বেকারদের কথা ভাবেইনি মোদি সরকার। তাই তাদের জন্য কোনও ঘোষণা নেই বাজেটে।
এদিকে বাজেট শেষ হতেই রাজ্যের সাবেক অর্থমন্ত্রী তথা জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান অমিত মিত্র কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তার কথায়, ‘এই বাজেট পরিকল্পনাহীন। নতুন প্রকল্পের ঘোষণা বা বেকার, বয়স্ক নাগরিক, দারিদ্রসীমার নিচে থাকা মানুষজনের জন্য কোনও দিশা নেই বাজেটে। আয়কর দাতাদের জন্য কোনও সুখবর নেই।’

পাশপাশি এদিন ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বাস ভবনে মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টপাধ্যায় সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেন। তিনি কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বলে কটাক্ষ করেন। তার অভিযোগ, এই বাজেটে সাধারণ মানুষের স্বার্থ চরিতার্থ হয়নি। তাই মুখ্যমন্ত্রী এ বিষয়ে টুইটারে যা বলেছেন যথার্থ বলেছেন।