বিজেপির ৭-৮ জন বিধায়ক তৃণমূলে আসতে চান, দাবি মমতার

আবারও বিজেপির ঘর ভাঙার ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতায় তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ৭-৮ জন বিজেপি বিধায়ক যোগাযোগ রাখছেন। তিনি বলেন, এখানে আসতে আসতেই শুনলাম আরও ৭-৮জন বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চান। তারা আসুন। উন্নয়নের কাজ করুন সেটা আমরা সবাই চাই। তবে জোর করে কাউকে নেব না। জোর করে কিছু করব না।

খোদ মমতার মুখে একথা শোনার পর থেকেই জোর শোরগোল পড়েছে বিজেপির অন্দরে। ঠিক কারা কারা যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে তা নিয়ে চর্চা চলছে জোরকদমে। এ নিয়ে নতুন করে সন্দেহের বাতাবরণও তৈরি হয়েছে বিজেপির অন্দরে।

গত বিধানসভা নির্বাচনের আগে একেবারে স্রোতের মতো তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। একের পর এক হেভিওয়েট নেতাদের নিজেদের দলে টেনে এনেছিল বিজেপি। অন্য দিকে ভোটে ভরাডুবির পরেই হাওয়া ঘুরতে শুরু করে। এবার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার হিড়িক। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, দলে দলে যোগ দিয়েছেন তৃণমূলে। এবার খোদ তৃণমূল নেত্রীর দাবি বিজেপির ৭-৮জন বিধায়ক যোগাযোগ রাখছেন। সেক্ষেত্রে ফের ভাঙতে পারে বিজেপির ঘর।

এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরাই তো এমএলএ, এমপিদের নিয়ে এসেছিলাম। ঘর খালি হয়ে গিয়েছিল ওদের। উনি এখন টাকা, পদ, মন্ত্রিত্ব দেবেন বলে নিয়ে যাচ্ছেন। আর নিয়ে গেলে কী হয় তা বাবুল সুপ্রিয়কে দেখুন।