তৃণমূলের প্রতিবাদের পর আবার দেখা গেলো নেতাজি সুভাষের মূর্তি

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের পরেই ঝলমল করে উঠল নয়াদিল্লিতে নেতাজি সুভাষের হলোগ্রাম মূর্তি। ফের দেশনায়কের অবয়ব যেন শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়া গেটের আভিজাত্য আরও বাড়িয়ে তুললো।

গত কয়েকদিন ধরেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিবাদ। দিল্লির ইন্ডিয়া গেটে কেন দেখা যায়নি নেতাজির হলোগ্রাম মূর্তি- এই প্রশ্নে ভারতের মোদি সরকার ও বিরোধীদের তরজায় রীতিমতো সরগরম দিল্লি থেকে কলকাতা। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে নিয়ম মেনেই হলোগ্রাম বন্ধ রাখা হয়েছিল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে রাজনীতি করার কোনও প্রশ্নই নেই। বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার কারণে নিয়ম মেনেই হলোগ্রাম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু মাঝরাত থেকেই আবার তা চালু করে দেওয়া হয়।

বলে রাখা ভালো, প্রজাতন্ত্র দিবসে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানো হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যতদিন মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ না হচ্ছে ততদিন তার বদলে হলোগ্রামে নেতাজির অবয়ব ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছিলেন তিনি। ৩০ হাজার ০০০ লুমেন ফোরকে প্রজেক্টরের মাধ্যমে অদৃশ্য হাই গেইন সম্পন্ন ৯০ শতাংশ স্বচ্ছ হলোগ্রাফিক স্ক্রিনে তৈরি করা হয়েছে নেতাজির থ্রিডি অবয়বটি। এই বিষয়ে গোড়া থেকেই নেতাজিকে রাজনীতির হাতিয়ার করছে কেন্দ্রের বিজেপি সরকার বলে তোপ দাগছে বিরোধী দলগুলো।