গরু পাচার তদন্তে দেবকে নোটিশ সিবিআইয়ের

গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের তদন্তে এবার টলিউডের তারকা ও তৃণমূলের সাংসদ দেব তথা দীপক অধিকারীকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ১৫ ফেব্রুয়ারি তাকে সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। দেবের অফিসে নোটিশটি পৌঁছেছে বলে জানা গেছে। তবে এখনও এ বিষয়ে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সিবিআই সূত্রে খবর, গরু পাচার নিয়ে তদন্ত চলাকালে সাক্ষীদের কয়েকজনের বয়ানে পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম উঠে এসেছে। এর ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাই বুধবার তাকে এক সপ্তাহের সময় দিয়ে নোটিশ পাঠানো হয়েছে।

সূত্রের খবর, গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠে আসে পশ্চিমবঙ্গের শাসকদলের তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তার নাম বলেছেন। এসব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করে সিবিআই। এনামুল বা এই কাণ্ডে জড়িত অন্যদের সঙ্গে কীভাবে টলিউড অভিনেতার যোগাযোগ, এই বিষয়ে বিশদ জানতে চাইতে পারেন সিবিআই কর্মকর্তারা।

সিবিআই সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় দেবকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিশে। তাকে জিজ্ঞাসাবাদের পুরো পর্বই রেকর্ড করা হবে। এনামুল ও তার সঙ্গীদের সঙ্গে দেবের যোগসূত্র খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। পাশাপাশি, গরু পাচার নিয়ে আরও কোনও তথ্য তার কাছে পাওয়া যায় কি না, সেদিকেও নজর রয়েছে সিবিআইয়ের।