ভাষা শহীদ বরকতের জন্মস্থানে স্তম্ভ বসানোর ঘোষণা মমতার

কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মৃতিচারণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা শহীদ বরকতের জন্মস্থান চিহ্নিত করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি। মমতা বলেন, ‘মুর্শিদাবাদের সালারের বাবলাগ্রামে বরকতের যে বাড়িটি রয়েছে, সেটির খোঁজ আমরা নেব। বাড়িটি খুঁজে সেখানে একটি স্তম্ভ তৈরি করা হবে।’

ভাষা শহিদ বরকতের বাড়িটির বিষয় রাজ্য সরকারের নজরে আনার জন্য বিশিষ্ট লেখক আবুল বাশারকেও ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। মুর্শিদাবাদের সেই বাড়ি খুঁজে বের করার জন্য তাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি না, শুধু ভাষা ব্যক্ত করলেই, তার ব্যাপ্তি বৃদ্ধি পায়।’ অতীতের বাম সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে রাজ্য সরকার ভাষা দিবস পালন করত না। অনেক অনেক বলেও কাজ হয়নি। পরবর্তী সময়ে আমাদের সরকার আসার পর একটা পার্ক তৈরি করেছি।’

সারা পৃথিবীর সব ভাষাভাষী মানুষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমাদের ভাষার অবলুপ্তি যেন না হয়ে যায়। আমাদের ভাষা নিয়ে গর্বিত হতে হবে। আমি সব ভাষাকে ভালবাসব। কিন্তু মাতৃভাষাকে আমি মা বলতে শিখেছি, সেই ভাষাটাকেও আমায় জানতে হবে। আমি দেখেছি লক্ষ্য করে, আমরা নিজেরাই ছোটদের বাংলা ভাষাটা নিয়ে অনুপ্রাণিত করি না।’

বাংলা ভাষাকে নিয়ে গর্ব করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ সেদিন আন্দোলন করেছে এবং আমরাও সেদিন সমর্থন করেছি। রাষ্ট্রপুঞ্জ আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে।’