পশ্চিমবঙ্গের দুই উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ও কেয়া

পশ্চিমবঙ্গের দুই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। কলকাতার বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা আসনে আগামী ১২ এপ্রিল উপনির্বাচন। ইতোমধ্যে তৃণমূল, সিপিএম তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। আসানসোলে বিজেপির প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পাল, বালিগঞ্জে প্রার্থী কেয়া ঘোষ।

তাৎপর্যপূর্ণভাবে, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকেই এবার লোকসভা উপনির্বাচনেও প্রার্থী করল বিজেপি। এই কেন্দ্র থেকে দু’বার জিতেছেন বিজেপির প্রার্থীই। বাবুল সুপ্রিয় ছিলেন এখানকার দু’বারের সাংসদ। তিনি দল ছাড়ার সঙ্গে সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এখানে বঙ্গ বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ প্রার্থী। দুই উপনির্বাচনেই বিজেপির মুখ নারী প্রার্থী।

দুই কেন্দ্রের জন্যই তিনটি করে নাম পাঠানো হয়েছিল কেন্দ্রীয় বিজেপির কাছে। তার মধ্যে থেকে এই দু’টি নাম বেছে নিয়েছে দিল্লি। এমন দু’জনকে প্রার্থী করা হয়েছে যারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সংবাদমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। রাজ্যে যথেষ্ট পরিচিত মুখও তারা। অগ্নিমিত্রা আসানসোলের বিধায়কও। পৌরনিগমের ভোটেও তার ভূমিকা, সামনে থেকে লড়াই করার ক্ষমতা দেখেছে দল। সে কারণেই এবার নিজেদের দুর্গ রক্ষার ভার তার হাতেই বিজেপি দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

কেন্দ্রীয় বিজেপি সূত্রে খবর, বাংলার নেতাদের দিয়েই এই উপনির্বাচনের প্রচার করতে চাইছে দল।

বালিগঞ্জের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কেয়া ঘোষ বলেন, ‘আমার দল যেভাবে আমার ওপর ভরসা রেখেছে সে জন্য আমি কৃতজ্ঞ। সব কর্মীদের প্রতিও আমার কৃতজ্ঞতা। কারণ তারাই তো আমার সঙ্গে থাকবেন, আমার সঙ্গে লড়বেন। এ লড়াই তো একার লড়াই নয়। সামগ্রিক লড়াই। সেই লড়াই জেতার জন্য পদ্মফুল আমার সঙ্গে থাকবে, এটাই আমার সব থেকে বড় ভরসা।’