কলকাতায় তাপপ্রবাহ, এগিয়ে এলো গরমের ছুটি

কলকাতায় তাপপ্রবাহ, তাই এগিয়ে এলো স্কুল-কলেজের গরমের ছুটি। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখে ২ মে থেকে স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে।

বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিবকে এমন নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কতদিন চলবে ছুটি, তা এখনও জানানো হয়নি।  

মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রচণ্ড গরম পড়েছে। আমার কাছে খবর আসছে, গরমে অনেক পড়ুয়া অসুস্থ হচ্ছে। তাই গরমের ছুটি এগিয়ে আনা হোক।’ রিভিউ বৈঠক থেকে শিক্ষা দফতরকে এমনই নির্দেশ দিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর আশঙ্কা, মে মাসে করোনার প্রকোপ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার পক্ষেই সওয়াল করলেন তিনি।

মে মাসের শেষ নাকি জুন মাসের শুরু পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।