মোদিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করা উচিত। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে এ কথা বলেন বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান আশিস চৌহান। করোনাকালে দেশের আশি কোটি মানুষকে যেভাবে বিনামূল্যে রেশন সরবরাহ করেছে কেন্দ্র, তার জন্যই মোদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা উচিত মনে করেন তিনি। আর নোবেল কমিটিরও বিষয়টি নিয়ে ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

করোনাকালে খাদ্য প্রকল্পের আওতায় বিশ্বের ৮৮ দেশের ১১ কোটি ৭০ লাখ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তার জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মোদিকে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আর সেই সূত্রেই মোদিকে নোবেল দেওয়া উচিত মনে করেন বম্বে স্টক এক্সচেঞ্জ প্রধান।

তিনি বলেন, ‘রাষ্ট্রপুঞ্জ সাড়ে এগারো কোটি মানুষের মুখে খাবার জুগিয়েছে। যা ভারতীয় জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ। সেখানে দেশের আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন নরেন্দ্র মোদি। তাই প্রধানমন্ত্রীকে নোবেল দেওয়া উচিত মনে করি। নোবেল কমিটিকে বিষয়টি নিয়ে ভাবতে হবে’।

শুক্রবার আইআইএম কলকাতার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন চৌহান। সেই অনুষ্ঠানেই এ কথা বলে। তিনি বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোর চেয়ে ভারতে মাথাপিছু গড় আয় ১০ থেকে ৩০ শতাংশেরও কম। তা সত্বেও কোভিড পরিস্থিতি ভালভাবে সামলেছে ভারত। এর জন্য আমাদের গর্ব করা উচিত। বিনামূল্যে রেশন পেয়েছেন আশি কোটি মানুষ। বহু দেশের মিলিত জনসংখ্যাও এতটা নয়’।

এছাড়া করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের পাশাপাশি রাজনীতিক এবং সমাজকর্মীরা যেভাবে কাজ করে চলেছেন, তারও প্রশংসা করেন  চৌহান।