ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আকস্মিক পদত্যাগ

আকস্মিক পদত্যাগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মেয়াদপূর্তির এক বছর আগেই রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগপত্র জমা দেন তিনি। তার পদত্যাগের কারণ নিয়ে ধোঁয়া সৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজনৈতিক অঙ্গনে। 

পদত্যাগ পত্রে তিনি লিখেন, শনিবারই যেন মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এক লাইনের চিঠি লিখে পাঠিয়ে দেন রাজ্যপালকে। বিধানসভা নির্বাচনের এক বছর আগেই তিনি পদত্যাগ করলেন। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে আগরতলা ফিরেন বিপ্লব দেব। 

২০১৮ সালে ত্রিপুরায়  বিপ্লব দেব-কে মুখ্যমন্ত্রী করে বিজেপি। আর উপ-মুখ্যমন্ত্রী হন জিষ্ণুদেব বর্মা। তবে মেয়াদ শেষের এত আগে কেন ইস্তফা দিলেন তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বিপ্লব দেবের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, ‘দল চায় তিনি যেনও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেন’।

ইঙ্গিত মিলেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি ইস্তফা দিয়েছেন। পদত্যাগ নিয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার