জিকা ভাইরাসের সংক্রমণে বিপাকে টাটা

ভারতীয় কোম্পানি টাটার নতুন কার ‘জিকা’

আমেরিকাজুড়ে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়েছে ভারতীয় কার নির্মাতা কোম্পানি টাটা। আগামী সপ্তাহেই নয়া দিল্লিতে অটো এক্সপোতে টাটার এই নতুন কার উন্মোচনের কথা ছিল। সব কিছুই ছিল ঠিকঠাক। কিন্তু আমেরিকাজুড়ে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘটালো বিপত্তি।

বেশ ঢাকঢোল পিটিয়েই টাটা কোম্পানি তাদের নতুন কার জিকার (Zica) প্রচারণা শুরু করে। নতুন কারের বিজ্ঞাপনে নেওয়া হয়েছে পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে। বড় বাজেটের এই মার্কেটিং ও প্রচারণা শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যেই পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে টাটা।

এমন বিপাকে পড়েছে টাটা, বাধ্য হয়ে তাদের নতুন কারের নামও পরিবর্তন করতে হচ্ছে। জিকা ভাইরাসের নামের সঙ্গে যে মিল রয়েছে টাটার নতুন কারটির!

টাটার করপোরেট কমিউনিকেশনের প্রধান মিনারি শাহ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে ইমেইলে কারটির জন্য নতুন নাম বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, নতুন কারটির নাম কয়েক মাস আগে ঠিক করা হয়েছিল। এটার সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া কোনও ঘটনার সম্পৃক্ততা নেই। জিপ্পি কার- এর সংক্ষিপ্ত রূপ হিসেবে আমরা কারটির নাম করণ করেছিলাম জিকা।

জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি বৈঠকে বসছে। সোমবারের বৈঠকে জিকা ভাইরাস প্রতিরোধে করণীয় ঠিক করতে আলোচনা হবে। বৈঠকে মশাবাহিত জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি ও সমন্বিত বৈশ্বিক পদপেক্ষ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

গত সপ্তাহে জেনেভায় বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. মার্গারেট চ্যান জানান, জিকা ভাইরাস হালকা হুমকি থেকে বিপজ্জনক অবস্থায় চলে গেছে। জিকা প্রতিরোধের জন্য দ্রুত সমাধান খোঁজারও তাগিদ দিয়েছেন তিনি।
আমেরিকান দেশগুলোয় জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৪০ লাখ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন চ্যান। ব্রাজিলে প্রথম শনাক্ত হলেও ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ২১ টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/