রসগোল্লা ব্যবসায়ীদের অবরোধে ৪০ ঘণ্টা ট্রেন বন্ধ

ভারতের বিহারে রসগোল্লা ব্যবসায়ীদের অবরোধে পাটনা-হাওড়া রুটে ৪০ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধে ৯১ ট্রেন যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।

পাটনা হাওড়া রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে গত ২৫ মে থেকে। অবরোধের কারণ হিসাবে জানা গেছে, বিহারের লক্ষ্মীসরাই জেলার বাহরিয়া স্টেশনে মিষ্টির ব্যবাসায় ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, স্টেশন ছোট হলেও বাহরিয়াতে বেশি সংখ্যক ট্রেন থামাতে হবে।

উল্লেখ্য, বাহরিয়ার শতাধিক দোকানে শুধু রসগোল্লা তৈরি ও বিক্রি হয়। এখানকার রসগোল্লা যায় পাটনাসহ বিহারের বিভিন্ন শহরে। তবে বাহরিয়া স্টেশনে খুব কম সংখ্যক ট্রেন দাঁড়ানোয় অন্যান্য শহরে রসগোল্লা পৌঁছে দিতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা।

জ্বালানির মূল্য বৃদ্ধিতে সড়কপথে রসগোল্লা নিয়ে যেতে খরচ পড়ছে ৩ থেকে ৪ গুণ বেশি। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবি, বাহরিয়া স্টেশনে ট্রেনে থামার সংখ্যা বাড়াতে হবে। তাদের আন্দোলনে বড় লোকসানের মুখে পড়তে হয় রেল বিভাগকে।

জীবিকার প্রয়োজনে রেল লাইনে বসেছেন বাহরিয়াবাসী। তাদের দাবি, অধিকাংশ দূরপাল্লার ট্রেন থামাতে হবে স্টেশনটিতে। আন্দলোনকারীদের দাবি মেনে নিতে বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ দিনের মধ্যেই অধিকাংশ দূরপাল্লার ট্রেন দাঁড়াবে বাহরিয়ায়। রেলের এমন ঘোষণা পরই অবরোধ তুলে নেন বাহরিয়াবাসী। ফের চালু হয় পটনা-হাওড়া রুটে ট্রেন চলাচল।