বিজেপি নেতার স্ত্রীকে ‘খিচুড়ি রান্না শিখিয়েছিলেন’ মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিমলা সফরের একদিন পর তাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন স্থানীয় এক বিজেপি নেতার স্ত্রী। ৯০-এর দশকে শেষ দিকে মোদি যখন বিজেপির হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন, তখন তিনি ওই নারীকে নিখুঁত সাবুদানার খিচুড়ি রান্না শিখিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

শিমলার বিজেপি নেতা দীপক শর্মার স্ত্রী সীমা শর্মা বার্তা সংস্থা পিটিআইকে জানান, ১৯৯৭ সালে এক উৎসবের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য খিচুড়ি রান্না করেছিলেন। তবে সেই খিচুড়ি তার পছন্দ হয়নি। পরে মোদি তাকে কীভাবে রান্না করতে হয় তা শিখিয়ে দিয়েছিলেন।

মঙ্গলবার শিমলা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের কাছে দীপক শর্মার খোঁজ নেন। পরে মুখ্যমন্ত্রী রিজ ময়দানে এক ভাষণে এ কথা জানান।

হিমাচল প্রদেশের সাধারণ বিজেপি কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সংযোগের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, দীপক শর্মা এখনও পায়ে হেঁটে জাখু মন্দিরে যান কিনা তা জানতে চেয়েছেন মোদি।

শিমলা পৌর করপোরেশনের মনোনীত কাউন্সিলর দীপক শর্মার সঙ্গে যোগাযোগের পর তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে মনে রেখেছেন এবং খোঁজ-খবর নিয়েছেন জানার পর তার আনন্দের সীমা নেই।

দীপক শর্মা জানান, নরেন্দ্র মোদি ১৯৯৭-৯৮ সালে রাজ্যের দায়িত্বে থাকার সময়ে প্রায়ই তার খাবারের দোকান দীপক বৈষ্ণব ভোজনালয় এবং শিমলার মধ্যবাজার এলাকায় তার বাড়িতে যেতেন।

দীপক শর্মা জানান, নবরাত্রি উৎসবের সময় বছরে দুইবার উপবাসী থাকতেন মোদি। মার্চে প্রথম নবরাত্রির সময় মোদি কেবল পানি পান করতেন আর দ্বিতীয় উপবাসে তিনি কেবল ফল খেতেন।

দীপক স্মরণ করেন, ১৯৯৭ সালে দ্বিতীয় নবরাত্রির সময় মোদি পিটারহোফ হোটেলে অবস্থান করছিলেন। তখন তিনি তার স্ত্রী সীমা শর্মাকে খিচুড়ি রান্নার জন্য ডেকে নেন।

সীমা শর্মা জানান, ওই খিচুড়ি তার প্রত্যাশা মতো না হওয়ায় প্রধানমন্ত্রী মোদি তাকে কথা বলার জন্য ডেকে পাঠান। আর কীভাবে সাবুদানার খিচুড়ি রান্না করতে হয় তা শিখিয়ে দেন।

সীমা বলেন, ‘তারপর থেকে যখনই আমি সাবুদানার খিচুড়ি রান্না করি তখনই আমি মোদির শেখানো উপায়ে রান্না করি।’ স্বামীর কথা স্মরণ রাখায় মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দীপক শর্মা জানান, ৩২ বছর ধরে প্রতিদিন শিমলার বিখ্যাত জাখু মন্দিরে যান। আর রাজ্যের বিজেপি প্রধান থাকার সময়ে মোদি তার সঙ্গে ১০-১২ বার তার সঙ্গে মন্দিরে গিয়েছেন বলেও জানান তিনি।

সূত্র: এনডিটিভি