ব্যাংকার খুনের পর কাশ্মিরে অভিবাসী শ্রমিক খুন

কাশ্মিরের বাগডামে এক অভিবাসী শ্রমিককে গুলি করে খুন করা হয়েছে। বৃহস্পতিবার এই খুনে এর কয়েক ঘণ্টা আগে কুলগামে এক ব্যাংক ম্যানেজারকে খুন করা হয়। হামলায় আরও এক কর্মী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য কাশ্মিরের চাদোরা এলাকার মাগরাইপোরা অঞ্চলের একটি ইট ভাটায় স্থানীয় নন এমন দুই শ্রমিকের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। নিহত শ্রমিকের নাম দিলকুশ কুমার। তিনি বিহারের বাসিন্দা।

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে ওই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। স্থানীয় সময় রাত নয়টার কিছু পরে এই হত্যাকাণ্ড ঘটে।

কাশ্মিরে গত কয়েক মাসে টার্গেট কিলিংয়ের ঘটনা বেড়েছে। বৃহস্পতিবার ইলাতি দেহাতি ব্যাংকের ম্যানেজার বিজয় কুমারকে কুলগামে গুলি করে হত্যা করা হয়। তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন।

ব্যাংকের অভ্যন্তরে বিজয় কুমারের ওপর গুলি চালানো হয়। গত ১ মে থেকে এনিয়ে আট জনকে খুন করা হয়েছে। তিনি নিহত হওয়া তৃতীয় অমুসলিম সরকারি কর্মচারি।

বিজয় কুমারের বয়স মাত্র ২৯ আর তিনি ইলাকি দেহাতি ব্যাংকে ২০১৯ সালের মার্চে যোগ দেন।

কাশ্মির পরিস্থিতির জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দায়ী করছে বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া টার্গেট কিলিং ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসনের কাছে জবাব চাইছে তারা।

সূত্র: এনডিটিভি