ভারতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

উত্তর প্রদেশের একটি কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছেন ১৩ জন। শনিবার হাপুর জেলায় এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১৬ জন।

পুলিশ জানিয়েছে, রাজধানী দিল্লি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ধৌলানার ইউপিএসআইডিসি শিল্প এলাকার কারখানাটিতে প্রায় ৩০ জন লোক ছিল। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টার বেশি সময় লাগে দমকল বাহিনীর।

কারখানাটিকে ইলেকট্রনিক পণ্য তৈরির লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু এখানে পটকা তৈরি হয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কারখানার মালিকের নামে মামলা দায়ের করলেও এখনও তাকে আটক করা সম্ভব হয়নি। হতাহতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: এনডিটিভি