নুপুর শর্মার বিরুদ্ধে পদক্ষেপ না নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন অঞ্চলে দায়ের করা একাধিক মামলায় বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তার এক আবেদনের পর বিচারপতি সূর্যকান্ত ও জে.বি. পারদিওয়ালার বেঞ্চ এই নির্দেশ দেয়। আবেদনে নুপুর শর্মার আইনজীবী দাবি করেছেন, তাদের মক্কেলকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের এই বেঞ্চ নুপুর শর্মার আবেদন খারিজ করেছিল। কিন্তু এবার তিনি বিচারপতিদের রাজি করাতে পেরেছেন। বিচারপতিরা এদিন বিশেষভাবে তার আবেদন শোনেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেঞ্চ তার আবেদনে একটি নোটিশ ইস্যু করেছে। এতে বলা হয়েছে, একই অপরাধে বিভিন্ন বিচারের বিরুদ্ধে নুপুর শর্মার অধিকার রক্ষায় তার বিরুদ্ধে সব মামলা বাতিল করতে হবে অথবা বিকল্প হিসেবে বিভিন্ন রাজ্যের মামলাগুলো দিল্লিতে স্থানান্তর করতে হবে।

বেঞ্চের পক্ষ থেকে দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্নাটক, উত্তর প্রদেশ, জম্মু-কাশ্মির ও আসাম পুলিশকে নুপুর শর্মার আবেদনের জবাব চাওয়া হয়েছে।

বিচারপতিরা বলেছেন, অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে নুপুর শর্মার বিরুদ্ধে কোনও হানিকর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

ভারতের বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে। সেগুলোও একত্রিত করা হবে কিনা, সে বিষয়ে আগামী ১০ আগস্ট সিদ্ধান্ত নেবেন শীর্ষ আদালত। 

জুন মাসে ভারতে আলোচিত জ্ঞানবাপি মসজিদ ইস্যু নিয়ে আয়োজিত এক টেলিভিশন টকশোতে অংশ নিয়েছিলেন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা। সেই বিতর্কে তিনি মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এ ঘটনায় তাকে বহিষ্কার করে বিজেপি। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।