নকল ঠেকাতে ৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকবে আসামে

চাকরির নিয়োগ পরীক্ষার কারণে দুই দিন চার ঘণ্টা করে ভারতের আসাম রাজ্যে বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। অসদুপায় অবলম্বন বন্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

চলতি মাসের ২১ এবং ২৮ তারিখে নিয়োগ পরীক্ষা হবে। আসামের ৩৫ জেলার মধ্যে ২৫টি জেলাতেই থাকছে পরীক্ষার কেন্দ্র।

আসামের বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আশ্বাস দিয়েছিল যে এক লাখ চাকরির ব্যবস্থা করবে। এরই অংশ হিসাবে, গ্রেড-৩ এবং গ্রেড-৪ পদে প্রায় ৩০ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। এই পরীক্ষায় প্রায় ১৪ লাখ ৩০ জন্য প্রার্থী অংশ নিচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ২১ এবং ২৮ আগস্ট দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টা থেকে বিকাল ৪টা।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যে জেলায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেখানে ইন্টারনেট বন্ধ থাকবে।

সূত্র: এনডিটিভি