রোদ্দুর রায়ের আর্জি কলকাতা হাইকোর্টে খারিজ

এফআইআর বাতিলে চেয়ে ইউটিউবার রোদ্দুর রায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন কলকাতার হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত বলেন, ‘এতটাই কুরুচিকর যে ওই ভিডিও দেখার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই’।

এর আগে, নিম্ন আদালতে জামিন চেয়েছিলেন রোদ্দুর রায়। পাশাপাশি, তার বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় এফআইআর খারিজের আবেদনও জানিয়েছিলেন রোদ্দুর। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের বিচারককেও পক্ষভুক্ত করা হয়। তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি শম্পা সরকার। আদালতের প্রশ্ন, ‘হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও তো মামলা খারিজ করে দিয়েছেন, তাহলে এবার কি ডিভিশন বেঞ্চে মামলায় সিঙ্গেল বেঞ্চকেও পক্ষুক্ত করা হবে ?’

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ভিডিও পোস্ট করে কিছুদিন আগেই গ্রেফতার হয়েছিলেন রোদ্দুর রায়। এরপর অবশ্য জামিনে বেরিয়ে আসেন তিনি। তার বিরুদ্ধে যেসব এফআইআর দায়ের করা হয়েছিল, তার সবকটি খারিজের দাবি তুলে কলকাতা হাইকোর্টে যান এই ইউটিউবার। গত জুলাই মাসেও আদালতে যান রোদ্দুর।

গত জুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। হেয়ার স্ট্রিট থানা, লেক থানা, পাটুলি থানা এবং বটতলা থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। পরবর্তীতে গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। গ্রেফতারের ২০ দিন পর শর্তসাপেক্ষে ব্যাঙ্কশাল আদালতে জামিন পান।