সিবিআইয়ের হাতে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় অনেক দিন ধরে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এবার সেই মামলায় সুবীরেশকে গ্রেফতার করলো সিবিআই। সোমবার তাকে গ্রেফতার করা হয়। তিনি এক সময় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান ছিলেন। সেই কারণে এই দুর্নীতিতে সুবীরেশের ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

এই মামলায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সুবীরেশকে। মনে করা হচ্ছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের উত্তরে সন্তুষ্ট হননি কর্মকর্তারা। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ।

সুবীরেশ ভট্টাচার্য যখন চেয়ারম্যান পদে ছিলেন, তখনই সুপারিশের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে চাকরি প্রার্থীদের তরফে। যদিও সুবীরেশ আগে দাবি করেছেন, তার ডিজিটাল সই অন্য কোথাও ব্যবহার হয়ে থাকতে পারে। অর্থাৎ তার অজ্ঞাতে তার সই ব্যবহার হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এসএসসি-র চেয়ারম্যান পদে থেকেও কেন সে কথা জানতে পারেননি তিনি?

কলকাতা হাইকোর্টে যে বাগ কমিটির রিপোর্ট পেশ করা হয়েছিল, তাতেও নাম ছিল সুবীরেশ ভট্টাচার্যের। তিনি গ্রেফতার হওয়ার পর বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, এবার আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, সুবীরেশ বা শান্তিপ্রসাদ সিনহা যারাই গ্রেফতার হয়েছেন, তাদের প্রত্যেকেই দাবি করেছেন ওপর মহলের নির্দেশেই তারা এই কাজ করেছেন। তাই ওপরে কে বা কারা আছে, তা খুঁজে বের করতে হবে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, ‘সুবীরেশকে অনেক দিন ধরে চিনি। আমার মন খারাপ হওয়ার মতো ঘটনা।’ খারাপ সঙ্গে পড়ে সুবীরেশকে এমন কাজ করতে হয়েছে বলেও মনে করছেন তিনি।