সৌদি আরবের ভিসার জন্য ভারতীয়দের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না

সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে এখন থেকে ভারতীয়দের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না। ভারতে নিযুক্ত সৌদি দূতাবাস টুইটারে এই ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে ভারতীয়দের ভিসার জন্য আবেদন দ্রুততর হবে, পর্যটন সংস্থাগুলো সহজে ভিসা ব্যবস্থাপনা করতে পারবে এবং আবেদনে পর্যটকদের একটি নথি কম লাগবে।

টুইটারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না লাগার ঘোষণা দিয়ে সৌদি দূতাবাস লিখেছে, সৌদি আরবে শান্তিপূর্ণভাবে বসবাসরত ২০ লাখের বেশি ভারতীয় নাগরিকের অবদানকে স্বাগত জানাচ্ছে দূতাবাস।

চলতি মাসে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ভারত সফর ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু সূচিজনিত জটিলতায় এই সফর বাতিল হয়েছে।