লাটভিয়ার পর্যটককে ধর্ষণের পর হত্যা, কেরালায় ২ ব্যক্তির যাবজ্জীবন

ভারতের কেরালার একটি আদালত লাটভিয়ার এক নারী পর্যটককে ধর্ষণের পর হত্যার দায়ে দুই ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে। ২০১৮ সালের এই ধর্ষণ-হত্যার ঘটনায় এই রায় দেওয়া হলো। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৩৩ বছর বয়সী এই নারী তার বোনের সঙ্গে ভারত ভ্রমণ করছিলেন। ২০১৮ সালের ১৪ মার্চ কেরালায় একটি রিসোর্ট থেকে নিখোঁজ হন। কোভালাম শহরের একটি বিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনে ৩৮ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজন টুরিস্ট গাইডসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

কেরালার প্রাদেশিক রাজধানীর একটি সেশন কোর্ট মঙ্গলবার তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। ছয় মাস আগে এই মামলার বিচার শুরু হয়। রায়ে আদালত বলেছে, ৩২ বছর বয়সী উমেশ এবং ২৮ বছর বয়সী উদয় কুমার লাটভিয়ার পর্যটককে ধর্ষণের আগে মাদক সেবন করায়।

ভারতের মাদক আইনে তাদেরকে নিষিদ্ধ মাদক বিক্রি ও অপব্যবহারে দোষী সাব্যস্তও করা হয়েছে।

আদালত রায়ে বলেছে, দুই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকতে হবে।

পুলিশ বলেছে, অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছে। তবে আদালতে তারা দোষ স্বীকার করেনি।