মৈত্রী এক্সপ্রেসের চাকায় লুকিয়ে সীমান্তে যুবক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ঢাকা ও কলকাতা রুটে চলা ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেসের’ নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত বুধবার (১১ জানুয়ারি) কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেসের চাকার পাশের বক্সে শুয়ে ভারতীয় সীমান্তের গেদে স্টেশনে পৌঁছে যায় এক যুবক। শেষ পর্যন্ত আরপিএফের হাতে ধরে পড়ে যান তিনি।

রেল পুলিশ জানিয়েছে, ২৪ বছরের ওই যুবকের নাম সুমন আলি। তার বাড়ি উত্তরপ্রদেশের মথুরার সরাই এলাকায়। থাকতে শ্রীনগরে। সেখানে স্ক্র্যাপের দোকানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। তার কাছে আধার কার্ড ও একটি মোবাইল পাওয়া গেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। ইন্টেলিজেন্স ব্যুরো ও সিআইডির সহায়তা নেওয়া হচ্ছে। শুক্রবার (১৩ জানুয়ারি) ওই যুবককে রানাঘাট আদালতে হাজির করা হলে তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। ওই যুবকের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্ট কোনও ঘটনা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় দুই বাংলার সংযোগকারী এই ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব জানান, ট্রেনে যাত্রী প্রবেশ থেকে শুরু করে দেখভালের দায়িত্ব রেল পুলিশের সঙ্গে বিএসএফেরও। ওই যুবক কীভাবে নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ট্রেনে উঠে পড়লেন তা তদন্ত করে দেখা হচ্ছে।