পশ্চিমবঙ্গে যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র ও ভারত

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যুদ্ধবিমান নিয়ে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির এক কর্মকর্তা জানান, কালাইকুন্ডা বিমান বাহিনীর স্টেশনে যুদ্ধবিমানগুলো যৌথ মহড়ায় অংশ নেয়।

‘কোপ ইন্ডিয়া ২০২৩’ অনুশীলনের অংশ হিসেবে দুই দেশের পাঁচটি যুদ্ধবিমান মহড়ায় যোগ দেয়।

ভারতীয় বিমান বাহিনীর রাফাল, জাগুয়ার এবং সু-৩০ এমকেআই যুদ্ধবিমান মহড়ায় অংশ নেয়। গত ১০ এপ্রিল পশ্চিমবঙ্গে শুরু হওয়া মহড়া শেষ হচ্ছে সোমবার।

এই মহড়ায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, দিল্লি ও ওয়াশিংটনের এই মহড়া চীনকে বার্তা দেবে। সূত্র: এনডিটিভি