ছত্তিশগড়ে মাওবাদী হামলায় চালক ও ১০ পুলিশ সদস্য নিহত

ভারতের ছত্তিশগড়ের বাস্তার জেলায় একটি মিনি ভ্যানে রাখা বোমা বিস্ফোরিত হয়ে গাড়িটির চালক ও দশ পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, নিহত পুলিশ সদস্যরা মাওবাদীবিরোধী একটি অভিযান থেকে ফিরছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহত পুলিশ সদস্যরা ছত্তিশগড় পুলিশের বিশেষ শাখা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর সদস্য। মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মূলত স্থানীয় আদিবাসীদের প্রশিক্ষণ দিয়ে এই শাখাটি গড়ে তোলা হয়েছে।

বাস্তারে মাওবাদীদের বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে ডিআরজি।

হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে। সম্ভাব্য সব সহযোগিতার বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।

চালক ও ১০ ডিআরজি সদস্য নিহতের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন ভুপেশ বাঘেল। তিনি বলেছেন, নকশালবিরোধী অভিযানে দান্তেওয়াদা এলাকায় ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ১০ ডিআরজি জওয়ান ও তাদের চালকের নিহতের ঘটনা দুঃখজনক।

মাওবাদীরা ভারতে নকশাল বলেও পরিচিত। ছয় দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে তারা সশস্ত্র বিদ্রোহ করে আসছে। তাদের দাবি, তারা দরিদ্রদের পক্ষে লড়াই করছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে যারা বাদ পড়েছে।  

১৯৬৭ সাল থেকে ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি হয়ে ওঠা মাওবাদীরা মধ্য ও পূর্ব ভারতের বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। প্রতিষ্ঠা করেছে তথাকথিত ‘রেড করিডোর’। ঘন জঙ্গলে অবস্থান নিয়ে নিজেদের অভিযান পরিচালনা করে মাওবাদীরা। তাদের হামলার লক্ষ্য ভারতের প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।