বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৮টি স্বর্ণের বার উদ্ধার

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার সিতাই সীমান্তে সোমবার গভীর রাতে সিতাইয়ের চিত্রকূট সীমান্ত থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যদিও পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। স্বর্ণের বারগুলো কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে। 

দিনহাটার সিতাই সীমান্ত স্বর্ণ পাচারের করিডোর হয়ে উঠেছে কিনা, বিষয়টি গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। যদিও এই সীমান্তে এই প্রথম স্বর্ণের বার ধরা পড়লো বলে জানা গেছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সিতাই- এর চিত্রকূট সীমান্ত দিয়ে একদল পাচারকারী বাংলাদেশ থেকে এই দেশে প্রবেশ করে। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের তাড়া করে। পাচারকারীরা বাংলাদেশে গা ঢাকা দেয়। যাওয়ার সময় তারা একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটিতে তল্লাশি চালিয়ে আটটি স্বর্ণের বার উদ্ধার হয়। প্রতিটি বার ১০০ গ্রাম ওজনের। আনুমানিক মূল্য ৪৮ লাখ ১৬ হাজার রুপি বলে বিএসএফ-এর তরফ থেকে জানানো হয়েছে।

এই সীমান্ত দিয়ে বিএসএফের হাতে বহুবার পাচারকারী আটক, এমনকি একাধিক সময় বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যুর ঘটনার অভিযোগ রয়েছে।

তবে এই প্রথম সীমান্তের এই অংশে স্বর্ণের বার উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এলাকার বাসিন্দাদের অনেকের ধারণা, ইদানিং ভারতে গরু পাচারকারীদের সঙ্গে বাংলাদেশের পাচারকারীরা গরুর বদলে সোনা দিয়েই লেনদেন শুরু করেছে। সেই গরু পাচারের বিনিময়ে বাংলাদেশের পাচারকারীদের পাঠানো স্বর্ণ বিএসএফের হাতে আটক হয়েছে, এমনটাই ধারণা সীমান্তের সাধারণ মানুষের।