নতুন রুটে ঢাকা-কলকাতা বাস

দুই বাংলার মানুষদের জন্য খুশির খবর! ঢাকা-কলকাতা যাত্রীদের ভোগান্তি কমাতে বসিরহাট-ঘোজাডাঙা সীমান্ত দিয়ে শিগগিরই চালু হতে যাচ্ছে সরাসরি বাস পরিষেবা। বুধবার তার মহড়া হয়ে গেলো বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে।

গত ১ অগাস্ট ঢাকা থেকে গ্রীন লাইন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সরাসরি আসে বাংলাদেশের ভোমরা সীমান্তে। ঘোজাডাঙা হয়ে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় কলকাতায়। একইভাবে কলকাতা থেকে একটি বাস যাত্রী নিয়ে ঘোজাডাঙায় নিয়ে আসে। সেখান থেকে ভোমরা সীমান্ত দিয়ে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয় যাত্রীদের।

ঘোজাডাঙা স্থল বন্দর দিয়ে দু’দেশের যাত্রীদের যাতায়াত দীর্ঘদিনের। তবে পরিবহন ব্যবস্থা সেই তুলনায় নগণ্য। তাই সরাসরি বাস পরিষেবা চালু হলে দু’দেশের যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি দুই ঘণ্টা সময় বাঁচবে বলে দাবি গ্রীন লাইন পরিবহনের কর্ণধার সঞ্জয় মজুমদারের।

ব্যবসায়ী রাজু সাহাজি বলেন, ‘এই পথে পরিবহন ব্যবস্থা চালু থাকলে আমদানি-রফতানি সহজ হবে।’

এ পরিষেবা চালু হওয়াতে খুশি বাংলাদেশি যাত্রীরাও। শেখ মাহিনুল হক নামে একজন বলেন,  ‘এতে দুই বাংলার নতুন দুয়ার উন্মোচন হবে। ঢাকা, সাতক্ষীরা, খুলনার সঙ্গে বসিরহাট ও কলকাতার আত্মীয়তা ও ব্যবসায়িক বন্ধন আরও মজবুত হবে।’