নির্বাচনের জন্য প্রস্তুত জম্মু ও কাশ্মীর, সুপ্রিম কোর্টকে কেন্দ্র

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে কোনও সময় নির্বাচন পরিচালনা করা যেতে পারে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, কখন নির্বাচন হবে সে সিদ্ধান্তটি নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন প্যানেল নেবে।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূদের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর তিন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমে পঞ্চায়েত, দ্বিতীয় পৌরসভা এবং তারপর বিধানসভা নির্বাচন হবে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে আদালতে। তারই একটি মামলায় শুনানিতে এ কথা জানায় কেন্দ্র।

মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিল। রাজ্যটি ২০১৮ সালের জুন থেকে নির্বাচিত সরকার ছাড়াই চলছে। বৃহস্পতিবার শুনানিতে অবশ্য জম্মু ও কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধারের সময়সীমা দেয়নি কেন্দ্র সরকার।

২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্র। সে সময় জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা দেওয়া হয়।

এদিকে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রাখার বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন অঞ্চলটির নেতারা এবং আবেদনকারীরা। গত দুই বছর ধরে লাদাখকে রাজ্য ঘোষণার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

সূত্র: এনডিটিভি