ভিন্ন গোত্রে বিয়ে করায় নারীকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা

ভারতের নিজ গোত্রের বাইরের এক ছেলেকে বিয়ে করায় ৩০ বছরের এক নারীকে তার ভাই ও এক আত্মীয় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। বিয়ে পর প্রথমবারের মতো ওই নারী পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন।
ঘটনাটি ঘটেছে ভারতের জয় পুরের দুঙ্গাপুর জেলায়। আট বছর আগে রমা কুনওয়ার নামে ওই নারী প্রকাশ সেবক নামে এক ছেলেকে বিয়ে করেন। প্রকাশ ওই নারীর গোত্রের ছিলেন না।  শুক্রবার রমাকে পাচলাশা গ্রামে তার ভাই ও এক আত্মীয় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করেন। তারা এই বিয়ে মেনে নিতে পারেননি।
পুলিশ জানায়, বিয়ের আট বছর পর রমা পরিবারের লোকদের সঙ্গে দেখা করতে আসেন প্রথমবারের মতো। বাড়িতে আসলে তার ভাই ও এক আত্মীয় তাকে মারধর করে। এরপর তাকে জোর করে রাস্তায় নিয়ে শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ সময় রমার স্বামী উপস্থিত ছিলেন না।
এ ঘটনায় রমার ভাই লক্ষ্মণ সিংসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সূত্র: এনডিটিভি।
/এএ/