বজ্রপাতে কেঁপে উঠলো কলকাতার ধর্মতলা

কলকাতায় বজ্রপাতে বড় দুর্ঘটনা। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা মেট্রো মলের ওপর বজ্রপাতে ভেঙে পড়েছে একটি পিলার। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মলের ওপরের পিলার থেকে পাথরের টুকরো ভেঙে ছড়িয়ে পড়ে রাস্তায়।

প্রচণ্ড গরমে অতিষ্ট থাকার পর রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সকালের দিক থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। তবে বেলা বাড়তেই বজ্রসহ বৃষ্টি শুরু হয় বেশ কিছু এলাকায়। দুপুর ১টার কিছু আগে ধর্মতলা এলাকায় বজ্রপাত হয়। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। তার পর থেকেই বৃষ্টি শুরু হয়।

জানা গেছে, ধর্মতলার মেট্রো মলের ওপর বজ্রপাত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো মল। উঁচু পিলারের একাংশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে। অন্তত ১০০ মিটার দূরে পাথরের টুকরো গিয়ে পড়েছিল বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।

এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।